প্রতিষ্ঠাতা ও পরিচালকের বাণী

মহান আল্লাহ তায়ালা মানবজাতিকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। মানুষ হলো সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহ তায়ালা যখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর নিকট জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে কুরআন নাযিল করেন। প্রথম নাযিলকৃত আয়াতটি ছিল(ইক্বরা) তোমরা পড়ো। মূলত এর দ্বারা বুঝা যায়, মহান আল্লাহ তায়ালা মানব সৃষ্টির পূর্ব থেকেই তার শিক্ষার ব্যাপারটা নিশ্চিত করে রেখেছেন। এই শিক্ষার মাধ্যমেই সমাজে কে ভালো এবং কে খারাপ তা নির্ণয় করা হয়। যেমন রসূল সাঃ বলেছেন, প্রত্যেক মুসলমান নর নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এতে করে শিক্ষা গ্রহণের ব্যাপারটা সকলের জন্যই আবশ্যিক হয়ে পড়ে। ইতিহাস লক্ষ্য করলেও দেখা যায়। যে জাতি শিক্ষার দিক দিয়ে এগিয়েছিলো, সে জাতি সামাজিক উন্নয়নের দিক দিয়েও এগিয়েছিলো। মানব সভ্যতার পরিপূর্ণ  বিকাশ ঘটেছে এই শিক্ষার মাধ্যমে।