মানুষ সৃষ্টিগতভাবেই আশরাফুল মাখলুকাত। মানুষকে সকল সৃষ্টি জীব থেকে আলাদা করা হয়েছে শিক্ষার দ্বারা। পৃথিবীতে মানুষ ব্যতীত অন্য কাউকে মহান আল্লাহ তায়ালা এই যোগ্যতা দান করেননি। মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের মধ্যে বিভিন্ন জায়গায় শিক্ষার ব্যাপারে গুরুত্বারূপ করেছেন। যেমন সূরা আর রাহমানে, আল্লাহ প্রথম কুরআনের শিক্ষার ব্যাপারে বলেছেন, পরবর্তীতে মানব সৃষ্টির কথা বলেছেন। এর মাধ্যমেই বুঝা যায় মহান আল্লাহ তায়ালা মানব সৃষ্টির পূর্ব থেকেই শিক্ষা গ্রহণ করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, আমি তোমাদের মাঝে আদিষ্ট হয়েছি উত্তম শিক্ষক হিসেবে। এই বাণীর মাধ্যমেই লক্ষ্য করা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে সকল কিছু ঊর্ধ্বে রেখেছন। ইতিহাস লক্ষ্য করলে দেখা যায়, পৃথিবীতে যত সম্প্রদায় উন্নত হয়েছে শিক্ষার দ্বারা এবং যত সম্প্রদায় ধ্বংস হয়েছে এই শিক্ষার দ্বারাই। মূলত শিক্ষাই হচ্ছে সকল কিছুর মূল।