মহান আল্লাহ তায়ালা এই মহাবিশ্ব সৃষ্টি করেছে তার আনুগত্যের জন্য। আর তার সৃষ্টির মধ্যে সবচাইতে প্রিয় সৃষ্টি হল মানুষ। আল্লাহ তায়ালা মানুষকে সকল যোগ্যতা দিয়েই তৈরি করেছেন। তন্মধ্যে সবচাইতে যেই দামি জিনিসটা আল্লাহ তায়ালা মানুষকে দিয়েছেন তা হলো শিক্ষা গ্রহণের ক্ষমতা। যা তার অন্যকোনো সৃষ্টি জীব কেই দেন নাই। মহান আল্লাহ তায়ালা এই কুরআনকে অবতীর্ণ করেছেন মানবজাতির হেদায়াতের জন্য। আর এই হেদায়েতের মূল উদ্দেশ্য হল শিক্ষা। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে,যিনি তোমার সৃষ্টি করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু অনেক ভালো। মূর্খতা সকল জাতির জন্যই একটা অভিশাপ স্বরূপ। আর এই মূর্খতা দূর করার একমাত্র হাতিয়ার হলো শিক্ষা অর্জন। প্রকৃত অর্থে বলতে গেলে, শিক্ষা ব্যতীত কোন জাতিই তার অস্তিত্ব ধরে রাখতে পারেনা। সত্যিকার অর্থে শিক্ষাই জাতির মেরুদন্ড।